Admission Form

Join She Shines Fitness Zone Today!

Fill out the form below to start your fitness journey with us

Personal Information

Emergency Contact

Health Information

Membership Package

Additional Services (Optional)

Photo (Optional)

For member ID card (Max 5MB, JPG/PNG)

Terms and Conditions / শর্তাবলী

• নতুন মেম্বারদের প্রথম ১৫ দিনের ব্যায়াম ট্রেইনার বা সাব ট্রেইনারের তত্ত্বাবধানে করতে হবে। ব্যায়াম শুরু করার আগে কোন ব্যায়াম কোন অংশের জন্য তা বুঝে নেওয়া বাধ্যতামূলক।

• প্রতিমাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে মাসিক চার্জ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে পরিশোধ না করলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।

• জিম কর্তৃপক্ষ নির্ধারিত জোনে ব্যায়াম করতে হবে। অন্য জোনে প্রবেশ বা ব্যায়াম করা নিষিদ্ধ।

• ব্যায়াম শেষে সমস্ত ইন্সট্রুমেন্ট নির্দিষ্ট স্থানে রাখতে হবে। ডাম্বেল বা ওয়েট ফ্লোরে জোরে রাখা বা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ, যেহেতু নিচে মসজিদ রয়েছে।

• মাসে মাত্র ১ দিন ব্যায়াম করলেও মাসিক চার্জ পরিশোধ বাধ্যতামূলক।

• কোন মেম্বারের দ্বারা জিমের যন্ত্রপাতি বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে, তার ক্ষতিপূরণ ঐ মেম্বারকেই বহন করতে হবে। কোন অজুহাত গ্রহণযোগ্য নয়।

• মোবাইল, মানিব্যাগ, চাবি বা ব্যক্তিগত জিনিসপত্র সম্পূর্ণ নিজ দায়িত্বে রাখতে হবে। হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

• অন্য মেম্বারকে অনুসরণ করে ব্যায়াম করার সময় ইঞ্জুরি হলে জিম কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না। নিজের শারীরিক অবস্থা অনুযায়ী ব্যায়াম করতে হবে।

• ফ্রি ভর্তি নেওয়া মেম্বার ১ মাস অনিয়মিত থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

• শুধুমাত্র প্যাকেজ মেম্বাররা ট্রেডমিল ব্যবহার করতে পারবেন। অন্যথায় ট্রেডমিল ব্যবহারে অতিরিক্ত ৩০০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

• জিমের ভেতর অশ্লীল আচরণ, রাজনৈতিক আলোচনা, বিতর্ক বা অশোভন ভাষা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এসব ক্ষেত্রে ভর্তি বাতিল করা হবে এবং প্রদত্ত টাকা ফেরতযোগ্য নয়।

• ভর্তি সম্পন্ন হওয়ার পর প্রদত্ত টাকা ফেরতযোগ্য নয়। কোন প্রকার অনুরোধ গ্রহণযোগ্য হবে না।

• মেম্বারদের জিমের নিয়ম, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ট্রেইনারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।

• স্বাস্থ্যজনিত সমস্যায় জিমে আসার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। ব্যায়ামের সময় অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে ট্রেইনারকে জানাতে হবে।

• প্রতিদিন জিমে জুতা ও ব্যক্তিগত তোয়ালে ব্যবহার বাধ্যতামূলক। জিমের ড্রেস কোড মানতে হবে।

• মেম্বারদের পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। কোন প্রকার হয়রানি বা অসৌজন্যমূলক আচরণ করলে সাথে সাথে সদস্যপদ বাতিল করা হবে।

Payment Method / পেমেন্ট পদ্ধতি

Cancel
Need Help?

Call us: +880 1820-736684
Visit us: 42/1 Chowrangi Super Market, 3rd Floor, Savar