• নতুন মেম্বারদের প্রথম ১৫ দিনের ব্যায়াম ট্রেইনার বা সাব ট্রেইনারের তত্ত্বাবধানে করতে হবে। ব্যায়াম শুরু করার আগে কোন ব্যায়াম কোন অংশের জন্য তা বুঝে নেওয়া বাধ্যতামূলক।
• প্রতিমাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে মাসিক চার্জ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে পরিশোধ না করলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।
• জিম কর্তৃপক্ষ নির্ধারিত জোনে ব্যায়াম করতে হবে। অন্য জোনে প্রবেশ বা ব্যায়াম করা নিষিদ্ধ।
• ব্যায়াম শেষে সমস্ত ইন্সট্রুমেন্ট নির্দিষ্ট স্থানে রাখতে হবে। ডাম্বেল বা ওয়েট ফ্লোরে জোরে রাখা বা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ, যেহেতু নিচে মসজিদ রয়েছে।
• মাসে মাত্র ১ দিন ব্যায়াম করলেও মাসিক চার্জ পরিশোধ বাধ্যতামূলক।
• কোন মেম্বারের দ্বারা জিমের যন্ত্রপাতি বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে, তার ক্ষতিপূরণ ঐ মেম্বারকেই বহন করতে হবে। কোন অজুহাত গ্রহণযোগ্য নয়।
• মোবাইল, মানিব্যাগ, চাবি বা ব্যক্তিগত জিনিসপত্র সম্পূর্ণ নিজ দায়িত্বে রাখতে হবে। হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
• অন্য মেম্বারকে অনুসরণ করে ব্যায়াম করার সময় ইঞ্জুরি হলে জিম কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না। নিজের শারীরিক অবস্থা অনুযায়ী ব্যায়াম করতে হবে।
• ফ্রি ভর্তি নেওয়া মেম্বার ১ মাস অনিয়মিত থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
• শুধুমাত্র প্যাকেজ মেম্বাররা ট্রেডমিল ব্যবহার করতে পারবেন। অন্যথায় ট্রেডমিল ব্যবহারে অতিরিক্ত ৩০০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
• জিমের ভেতর অশ্লীল আচরণ, রাজনৈতিক আলোচনা, বিতর্ক বা অশোভন ভাষা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এসব ক্ষেত্রে ভর্তি বাতিল করা হবে এবং প্রদত্ত টাকা ফেরতযোগ্য নয়।
• ভর্তি সম্পন্ন হওয়ার পর প্রদত্ত টাকা ফেরতযোগ্য নয়। কোন প্রকার অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
• মেম্বারদের জিমের নিয়ম, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ট্রেইনারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।
• স্বাস্থ্যজনিত সমস্যায় জিমে আসার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। ব্যায়ামের সময় অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে ট্রেইনারকে জানাতে হবে।
• প্রতিদিন জিমে জুতা ও ব্যক্তিগত তোয়ালে ব্যবহার বাধ্যতামূলক। জিমের ড্রেস কোড মানতে হবে।
• মেম্বারদের পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। কোন প্রকার হয়রানি বা অসৌজন্যমূলক আচরণ করলে সাথে সাথে সদস্যপদ বাতিল করা হবে।